ইসলামী ব্যাংক থেকে লুটপাটকৃত টাকা ফেরত আনতে হবে: গ্রাহক সমাজ

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক থেকে লুটপাটকৃত অর্থ ফেরত ও অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ব্যাংকের গ্রাহক সমাজ।

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর উত্তরা সোনারগাঁও জনপদ শাখার সামনে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এ দাবি জানান।

বক্তারা বলেন, “ইসলামী ব্যাংক এদেশের বিপুল সংখ্যক মানুষের আস্থা, বিশ্বাস ও ভালোবাসার ব্যাংক। এই ব্যাংকের মাধ্যমে অসংখ্য মানুষ সুদমুক্ত অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন। কিন্তু গত ফ্যাসিস্ট সরকারের কুদৃষ্টি ব্যাংকটির ওপর পড়ে, ফলে ব্যাংকটি দখল হয়ে লুটপাটের শিকার হয়।”

তাদের অভিযোগ, অবৈধভাবে ব্যাংক দখল করে প্রায় দেড় লাখ কোটি টাকা লুট করা হয়। পাশাপাশি পটিয়া উপজেলা থেকে ১২ হাজার অদক্ষ ও অযোগ্য কর্মী নিয়োগ দেওয়া হয়, যাদের নিয়োগের কোনো বৈধ প্রক্রিয়া মানা হয়নি। ব্যাংক কর্তৃপক্ষ তাদের বৈধ করার উদ্যোগ নিলেও মাত্র ৪০০ জন পরীক্ষায় অংশ নেয়, বাকিরা আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে দাবি করেন বক্তারা।

মানববন্ধনে গ্রাহক সমাজের পক্ষ থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়—

১. ইসলামী ব্যাংক অবৈধভাবে দখলকারীদের বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেপ্তারের উদ্যোগ নিতে হবে।
২. ব্যাংক থেকে লুটপাটকৃত সব অর্থ ফেরত আনতে হবে এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে হবে।
৩. যারা বৈধতার প্রক্রিয়ায় অংশ না নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে মামলা ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
৪. ব্যাংককে শতভাগ ফ্যাসিজমমুক্ত করে অবৈধ নিয়োগপ্রাপ্তদের ছাঁটাই করতে হবে।
৫. ইসলামী শরিয়াহভিত্তিক দক্ষ জনবল নতুনভাবে নিয়োগ দিতে হবে, যাতে ব্যাংকটি আবারও মর্যাদার আসনে অধিষ্ঠিত হতে পারে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নাজমুল আহসান, কামরুল হাসান, গাজী মনির হোসাইন, আহসান হাবীব, জিয়াউর রহমান, ফিরোজ আলম, আনোয়ার হোসাইনসহ আরও অনেকে।