ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ও ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে হাতপাখা মনোনীত প্রার্থী কারি মো. হাবিবুল্লাহ বেলালী বলেছেন, ইসলামী শাসনব্যবস্থায় রাষ্ট্র পরিচালিত হলে দেশে আর কখনো নতুন করে ফ্যাসিস্টের জন্ম হবে না। সুশাসন প্রতিষ্ঠার জন্য মানুষ ত্যাগ স্বীকার করেছে। জুলাইকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। প্রয়োজনীয় সংস্কার করতে হবে।
গফরগাঁও পৌরশহরে মহিলা কলেজ সংলগ্ন ইদকানুল কুরআান মাদ্রাসায় সোমবার (২৪ নভেম্বর) বিকালে নির্বাচনি গণসংযোগ শেষে আয়োজিত এক সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। সব ধর্মের মানুষের জানমালের নিশ্চয়তা দেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলনের প্রতীক হাতপাখা। এই প্রতীকের মাধ্যমে দেশ ও জনগণের শান্তির ব্যবস্থা করতে হবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গফরগাঁও উপজেলা শাখার সভাপতি মাওলানা জয়নুল আবেদীন, উপজেলা সেক্রেটারি মুফতি আনোয়ার হোসেন, পাগলা থানা শাখার সভাপতি মাওলানা ইমরান মাজহারির, পাগলা থানার সেক্রেটারি উজ্জ্বল মৃধা, মাওলানা ইলিয়াস আমিনী প্রমুখ।


