ইসলামের ওপর ভাষণ দেবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : দুই মাস আগে দ্বিতীয় দফায় বেছে বেছে ছয় মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই এবার ইসলামের ওপর ভাষণ দেবেন।

রোববার সৌদি আরবের রাজধানী রিয়াদে ৫০টি মুসলিম দেশের নেতাদের উপস্থিতিতে মধ্যাহ্নভোজে ট্রাম্পের এ ভাষণ দেওয়ার কথা রয়েছে। ‘ইসলামের শান্তির লক্ষ্য সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে’ ভাষণ দেবেন তিনি।

২০০৯ সালে কায়রোয় ইসলামি বিশ্বের প্রতি উত্তরসূরি প্রেসিডেন্ট বারাক ওবামার ঐতিহাসিক ভাষণের মতো গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে ট্রাম্পের সম্ভাব্য এই ভাষণকে।

ট্রাম্প প্রশাসনের মুসলিমবিরোধ ভ্রমণ নিষেধাজ্ঞার মধ্যে এ ধরনের ভাষণ নিয়ে স্বাভাবিকভাবেই উত্তেজনা বিরাজ করছে এবং বিষয়টি স্পর্শকাতর বলে মনে করা হচ্ছে।

প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় যুক্তরাষ্ট্রের সব মসজিদের ওপর নজরদারি করার কথা বলেছিলেন ট্রাম্প। এ ছাড়া যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা জারির কথা বলেছিলেন তিনি। তার ভাষ্য ছিল, যতদিন মার্কিন কর্মকর্তারা মুসলিমদের বিষয়ে সঠিক তথ্য না পাচ্ছেন, ততদিন কোনো মুসলিমকে তাদের দেশে ঢুকতে দেওয়া হবে না।

তার এই বক্তব্যে অনেক আমেরিকান মর্মাহত হয়েছিলেন। ট্রাম্পবিরোধীদের পরিষ্কার ভাষ্য ছিল, ধর্মের ভিত্তিতে বৈষম্য যুক্তরাষ্ট্রের সংবিধান সমর্থন করে না।

২০১৬ সালের মার্চ মাসে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, ‘আমি মনে করি, ইসলাম আমাদের ঘৃণা করে। আমাদের প্রতি তাদের সাংঘাতিক ঘৃণা রয়েছে। এর শেষ পর্যন্ত পৌঁছানো উচিত আমাদের।’

ইসলাম নিয়ে এমন চিন্তাভাবনা লালনকারী ট্রাম্প এবার কী বলতে চাইছেন, তা-ই দেখার বিষয়।

তথ্যসূত্র : আলজাজিরা অনলাইন