ইসলাম জঙ্গিবাদকে সমর্থন করে না

ডেস্ক রিপোর্ট : মঙ্গলবার বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইসলাম জঙ্গিবাদকে সমর্থন করে না। ইসলামের নামে যারা মানুষ হত্যা করে তারা কখনো বেহেস্তে যাবে না। শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদের জঙ্গিবাদ রোধে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। জনসভায় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশজুড়ে চলে হত্যা ও নির্যাতন। বিএনপি দেশের ভাবমূর্তি নষ্ট করে এবং আওয়ামী লীগ ক্ষমতায় এলে উন্নয়ন করে। উন্নয়ন অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানান দলটির সভাপতি শেখ হাসিনা। জনসভায় ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।