
রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত রাজনৈতিক সংলাপে যোগ দিতে বঙ্গভবনে ঢুকেছে জাতীয় পার্টির (জাপা) ৮ সদস্যের প্রতিনিধিদল। সোমবার (২০ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে তারা বঙ্গভবনে প্রবেশ করেন।
নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির এ সংলাপ। সার্চ কমিটির মাধ্যমে গঠিত কমিশন নিরপেক্ষ হতে পারে না দাবি করে বিএনপি বলছে, এ সংলাপে অংশ নেবে না তারা।
জানা গেছে, সংলাপে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের পরামর্শ দেবে সংসদে বিরোধী দল জাতীয় পার্টি। আস্থার সংকট কাটাতে কমিশন গঠনে সংবিধানের আলোকে আইন প্রণয়নের পরামর্শ বিশ্লেষকের।