ইস্তাম্বুলে পাকিস্তান-আফগানিস্তান দ্বিতীয় দফা আলোচনা শুরু

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা শনিবার ইস্তাম্বুলে শুরু হয়েছে। ইসলামাবাদ বলছে, আফগান মাটি থেকে সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলায় একটি কার্যকর প্রক্রিয়া গড়ে তুলতেই এই সংলাপের আয়োজন করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ।

সূত্র জানায়, ইস্তাম্বুলের এই সংলাপ গত ১৯ অক্টোবর দোহায় অনুষ্ঠিত প্রথম দফা আলোচনার ধারাবাহিকতা। ওই আলোচনা কাতার ও তুরস্কের মধ্যস্থতায় অনুষ্ঠিত হয়েছিল, যেখানে উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে সীমান্ত বাণিজ্য এখনো বন্ধ রয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির হুসাইন আন্দ্রাবি শুক্রবার এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেন, ‌‘ইস্তাম্বুল আলোচনায় আমরা এমন একটি দৃঢ় ও যাচাইযোগ্য পর্যবেক্ষণ কাঠামো গঠনের প্রত্যাশা করছি, যা আফগান মাটি থেকে পাকিস্তানের দিকে পরিচালিত সন্ত্রাসবাদের হুমকি কার্যকরভাবে রোধ করবে।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তান একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষে। আমরা উত্তেজনা বাড়াতে চাই না। তবে আফগান তালেবান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি— তারা যেন আন্তর্জাতিক প্রতিশ্রুতি রক্ষা করে এবং পাকিস্তানের যৌক্তিক নিরাপত্তা উদ্বেগের প্রতিকারে যাচাইযোগ্য পদক্ষেপ নেয়, বিশেষ করে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে।’

আন্দ্রাবি বলেন, দোহা সংলাপ ছিল আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পথে প্রথম পদক্ষেপ। সেখানে মূলত সীমান্তপারের সন্ত্রাসী হামলা বন্ধ এবং পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে শান্তি পুনঃপ্রতিষ্ঠার তাত্ক্ষণিক পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

এক প্রশ্নের জবাবে আন্দ্রাবি জানান, গত দুই-তিন দিনে আফগান মাটি থেকে পাকিস্তানে কোনো বড় ধরনের সন্ত্রাসী হামলা হয়নি। তিনি বলেন, ‘এটি দোহা আলোচনার একটি ইতিবাচক ফল।’

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আরও বলেন, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় আফগানিস্তানের সঙ্গে সীমান্তপথ বন্ধই থাকবে। ‘সাধারণ পাকিস্তানিদের প্রাণ বাঁচানো বাণিজ্য বা পণ্য পরিবহনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ,’ তিনি যোগ করেন।

গত ১১ অক্টোবর থেকে দুই দেশের সীমান্ত বন্ধ রয়েছে। মাসের শুরুতে ভয়াবহ সংঘর্ষে উভয়পক্ষের ডজনখানেক মানুষ নিহত হয়, যা ২০২১ সালে তালেবান কাবুল দখলের পর থেকে সবচেয়ে মারাত্মক সংঘাত হিসেবে দেখা দিয়েছে।

ইসলামাবাদ দাবি করেছে, আফগানিস্তান থেকে পরিচালিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হামলা নিয়ন্ত্রণে কাবুলকে ব্যবস্থা নিতে হবে। এই উত্তেজনার পর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় অনুষ্ঠিত বৈঠকে যুদ্ধবিরতিতে দুই দেশ সম্মত হয়।

যুদ্ধবিরতি এখনো কার্যকর থাকলেও সীমান্ত বাণিজ্য এখনো পুনরায় চালু হয়নি।