ইয়ং স্টার প্রবাসী কল্যাণ সংঘের ইফতার বিতরণ

দেশের ছয় জেলায় ২২৭টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘ইয়ং স্টার প্রবাসী কল্যাণ সংঘ’।

গত ২২ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সিরাজগঞ্জ, ফরিদপুর, বরগুনা, গাইবান্ধা, বগুড়া ও নরসিংদী জেলায় ‘ইফতার ফুড-প্যাক’ বিতরণ করেন সংগঠনটির স্বেচ্ছাসেবকরা।

২০১৮ সাল থেকে সংগঠনটি অসহায় প্রবাসীদের পাশাপাশি বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য বিতরণ এবং অসুস্থ মানুষের জন্য জরুরি অর্থ সহায়তা দিয়ে আসছে।

প্রবাসে থেকেও মানবতার কল্যাণে যারা আর্থিক সহযোগিতা করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মরিশাস প্রবাসী ইয়ং স্টার প্রবাসী কল্যাণ সংঘের সভাপতি মো. হাফিজুর রহমান হাফিজ জানান, প্রবাসীদের আর্থিক সহযোগিতায় আমাদের এ রকম মানবিক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দেশের ছয় জেলায় গরমের মধ্যে কষ্ট করে ইফতারের ফুড-প্যাকগুলো যারা বিতরণ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানান সৌদি আরব প্রবাসী সংগঠনটির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ইয়ং স্টার প্রবাসী কল্যাণ সংঘ এভাবেই আজীবন মানুষের সেবা করে যাবে।