
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : ইয়াবা কিনতে গিয়ে রাজশাহীর মোহনপুর উপজেলায় এক অধ্যক্ষ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।
তার নাম শামসুজ্জোহা বেলাল (৪০)। তিনি মোহনপুরের মৌগাছি ডিগ্রি কলেজের অধ্যক্ষ। উপজেলার খাড়ইল গ্রামে তার বাড়ি। বাবার নাম আবদুর রহমান।
পুলিশ বলছে, সোমবার দুপুরে অধ্যক্ষ বেলালের কাছ থেকে ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আর যে বাড়িতে অধ্যক্ষ ইয়াবা কিনতে গিয়েছিলেন, সেই বাড়ি থেকে আরও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দুপুর আড়াইটার দিকে উপজেলার বাকশিমইল গ্রামের মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান ওরফে ল্যাংড়া হাবিবের বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হাবিব ও তার স্ত্রী পালিয়ে যান।
তবে ওই বাড়িতে পাওয়া যায় অধ্যক্ষ বেলালকে। এ সময় তার শরীর তল্লাশি করা হলে শার্টের পকেটে মেলে ৪ পিস ইয়াবা। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ওই বাড়িতে তল্লাশি চালানো হয়। একটি ঘরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা আরও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি জানান, এ ঘটনায় অধ্যক্ষ বেলাল, মাদক ব্যবসায়ী হাবিব ও তার স্ত্রী রোখসানা খাতুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে। অধ্যক্ষকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হাবিব ও তার স্ত্রীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।