ইয়াবা তৈরির মেশিনসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর-২ নম্বর এলাকা থেকে ইয়াবা তৈরির মেশিনসহ পাঁচজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা।

আটকরা হলেন জসিমউদ্দিন ওরফে শিমুল, সৈয়দ তরিকুল ইসলাম ওরফে সুমন, মো. আলী আকবর, জুবায়ের হোসেন জুয়েল ওরফে রাসেল এবং মো. কির্তী আজাদ ওরফে টুটুল।

বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছেন ডিএমপির উপকমিশনার মাসুদুর রহমান।

এদিকে বেলা ১২টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার আব্দুল বাতেন বলেন, ‘ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ও অপরাধ তথ্য বিভাগ বুধবার এই পাঁচজনকে মিরপুর-২ নম্বর এলাকা থেকে আটক করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইয়াবা তৈরির মেশিন, কাঁচামাল, কেমিক্যাল ও বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।’

তিনি বলেন, ‘ইয়াবা তৈরিতে ব্যবহৃত একটি কমপ্রেসার, একটি মটর, একটি মিক্সার মেশিন, একটি স্প্রে মেশিন, একটি বলস্পেস মেশিন, একটি পাইপ, একটি আউট লাইন মেশিন, একটি চোঙা ও ইয়াবা তৈরির বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

এছাড়া ৫০ গ্রাম গোলাপী রংয়ের কাঁচামাল, ২০০ গ্রাম কমলা রংয়ের কাঁচামাল, ১৮০ গ্রাম হলুদ রংয়ের কাঁচামাল, ৪০ গ্রাম সাদা রংয়ের কাঁচামাল, ১৮০ গ্রাম পিংক রংয়ের কাঁচামাল, ৪০ গ্রাম সাদা দানা এবং এক পাউন্ড সাদা পাউডার জাতীয় কেমিক্যাল উদ্ধার করা হয়।