ইয়াসিরের আরেকটি রেকর্ড

ক্রীড়া ডেস্ক :
চলতি বছরের জুলাইয়ে লর্ডস টেস্টে ১০ উইকেট নিয়ে চমক দেখিয়েছিলেন পাকিস্তানি স্পিনার ইয়াসির শাহ।

এবার দুবাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১৩৩ রানের জয়ে দলের হয়ে বল হাতে ১০ উইকেট তুলে নেন ইয়াসির।

ফলে পাকিস্তানের সপ্তম বোলার হিসেবে এক বছরে দুবার ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব গড়লেন ইয়াসির। এর আগে পাকিস্তানের হয়ে এক বছরে দুবার ১০ উইকেট নেওয়া ৬ বোলার হচ্ছেন ইমরান খান, আব্দুল কাদির, ওয়াকার ইউনুস, সাকলাইন মুশতাক, শোয়েব আখতার ও সাঈদ আজমল।

ইয়াসিরের বোলিং নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে জিতল পাকিস্তান। এর ফলে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে ইতিমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে তারা। দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নেন ইয়াসির শাহ।

পাকিস্তানের জার্সিতে অভিষেকের পরই বল হাতে বিস্ময় উপহার দিয়ে চলছেন ইয়াসির শাহ। গত ম্যাচেই মাত্র ১৭ টেস্টে পাকিস্তানের হয়ে সবচেয়ে দ্রুত উইকেটের সেঞ্চুরি গড়ার কৃতিত্ব দেখিয়েছেন তিনি।