ইয়েমেনে বিস্ফোরণ, নিহত ১২

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনের আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশমুখের কাছে বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন।

শনিবার (৩০ অক্টোবর) দেশটিতে এ বিস্ফোরণে প্রাণহানির ঘটনা ঘটে।

শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। তবে এটি পরিকল্পিত হামলা কি না, তাৎক্ষণিকভাবে সেটি নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১ জন।

স্থানীয় সময় শনিবার দেশটির এডেন বিমানবন্দরের পাশে একটি নিরাপত্তাচৌকির কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আশপাশের বেশ কযেকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দলের সদস্যরা। পরে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এখন পর্যন্ত বিস্ফোরণের কারণ জানা যায়নি। এ ঘটনায় কেউ দায়ও স্বীকার করেনি।

এডেন আন্তর্জাতিক বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, শনিবার বিমানবন্দরের বাইরের প্রবেশদ্বারের কাছে একটি ছোট ট্রাক বিস্ফোরিত হয়। নিরাপত্তা সূত্রগুলো বলছে, বিস্ফোরিত হওয়া ট্রাকটি পেট্রলজাত পণ্যপরিবহন করছিল। তবে ঘটনা যেটিই হোক, শনিবারের এই বিস্ফোরণটি ছিল খুবই শক্তিশালী। বিস্ফোরণের শব্দ পুরো এডেন শহরজুড়ে শোনা যায়। এ ছাড়া বিস্ফোরণের কারণে আশপাশের বাড়িঘরের জানালাগুলো ভেঙে যায়।