
ইয়েমেনের মারিব শহরে সরকার সমর্থক সেনাদের সঙ্গে হুতি বিদ্রোহীদের সংঘর্ষে গত ৪৮ ঘণ্টায় ১০০ জন নিহত হয়েছেন।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সামরিক ও মেডিকেল সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
সৌদি নেতৃত্বাধীন জোট ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে। সম্প্রতি জোটটি সরকারের শেষ উত্তরাঞ্চলীয় দুর্গ মারিবের ওপর হামলা বাড়িয়েছে।
সামরিক সূত্র জানিয়েছে, হামলায় গত দুই দিনে ৬৮ জন হুতি বিদ্রোহী ও ৩২ জন সমর্থক নিহত হয়েছে।
তেলসমৃদ্ধ মারিব শহরে এ মাসে (সেপ্টেম্বর) শত শত যোদ্ধা নিহত হয়েছে। শহরটিতে হুতি বাহিনীর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সহিংসতা ঘটে।