সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে অন্তত ৯৫ জন হুতি বিদ্রোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইয়েমেনের উত্তরাঞ্চলের তেল-গ্যাস সমৃদ্ধ মারিব শহরের কাছে চালানো হামলায় এ ঘটনা ঘটে।
এক বিবৃতিতে ইয়েমেন সরকার জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলীয় মারিব অঞ্চলের পার্শ্ববর্তী আল-জাওবা এবং আল-কাসারা নামক দু’টি জেলায় বিমান হামলার মাধ্যমে ২২টি পৃথক অভিযান পরিচালনা করা হয়।
এসব হামলায় ৯৫ জন হুতি বিদ্রোহী নিহত এবং ১১টি সামরিক যান ধ্বংস হয়।


