আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেন উপকূলে ৬৪ যাত্রী নিয়ে একটি জাহাজ ডুবে গেছে।
মাত্র পাঁচজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিরা নিখোঁজ রয়েছেন।
ইয়েমেনের হাদ্রামুট প্রদেশের রাজধানী মুকাল্লা থেকে সকোট্রা দ্বীপে যাওয়ার পথে ভারত মহাসাগরে ডুবে যায় যাত্রীবাহী জাহাজটি। তবে কী কারণে জাহাজটি ডুবেছে, তার কারণ এখনো জানা যায়নি।
রয়টার্স অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
ইয়েমেনের মৎস্যমন্ত্রী ফাহাদ কাফেন সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের প্রতি অনুরোধ জানিয়েছে, ওই অঞ্চলে অবস্থান করা তাদের নৌযান দিয়ে উদ্ধারাভিযানে তারা যেন সাহায্য করে।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ-মানুসর হাদির সরকারের নিয়ন্ত্রণে রয়েছে সকোট্রা ও হাদ্রামুট প্রদেশ। ইয়েমেনে শিয়া সম্প্রদায়ের হুতি বিদ্রোহী ও সরকারের মধ্যে গৃহযুদ্ধ চলছে। দেশটির উত্তরাঞ্চল বিদ্রোহীরা নিয়ন্ত্রণে রেখেছে।
কোস্ট গার্ডের একটি সূত্রের বরাত দিয়ে এডেন আল-গাদ সংবাদপত্রের অনলাইন সংস্করণে বলা হয়েছে, মঙ্গলবার রাতে হাদ্রামুট প্রদেশ কর্তৃপক্ষ তাদের বার্তা দিয়েছে, মুকাল্লা থেকে ছেড়ে যাওয়ার পর যাত্রীবাহী জাহাজটির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।
ওয়েবাসাইটটি আরো জানিয়েছে, সম্ভবত কোনো দুর্ঘটনায় পড়ে জাহাজটি ডুবে যেয়ে থাকতে পারে। তবে যাত্রীদের ভাগ্যে কী হয়েছে, তা এখনো পরিষ্কার নয়।