আন্তর্জাতিক ডেস্ক : ই-কমার্সের এই যুগে ঘরে বসে ক্লিক করলেই চলে আসছে পণ্য। তবে রাস্তায় যানজন, গুদামঘর বা বিক্রিয় কেন্দ্রের দূরত্বের কারণে ক্রেতার কাছে সংশ্লিষ্ট পণ্যটি পৌঁছাতে দেরি হয়ে যায়। অনলাইনে পন্য বিক্রির ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানি আমাজন এই প্রতিবন্ধকতা দূর করতে অভিনব উদ্যোগ নিয়েছে। এর জন্য তারা উড়ন্ত গুদামঘরের পেটেন্টের জন্য আবেদন করেছে। এই গুদামঘর থেকেই ড্রোনের মাধ্যমে মানুষের ঘরে ঘরে জিনিসপত্র পৌঁছে দেয়া হবে!
বহুদিন ধরেই আমাজন চেষ্টা করছে ড্রোন ব্যবহার করে কীভাবে দ্রুত মানুষের কাছে পণ্য পৌঁছে দেয়া যায়। প্রতিষ্ঠানটির পরিকল্পনা হচ্ছে বিশাল এয়ারশিপ বা উড়োযান দিয়ে এই গুদামগুলো বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া । বিশেষ করে সেসব জায়গায় পণ্যের বেশি চাহিদা রয়েছে, সেখান থেকে আকাশপথে ড্রোন দিয়ে এসব পণ্য মানুষের কাছে পৌঁছে দেয়া হবে। চলতি মাসের শুরুতে ক্যামব্রিজে পরীক্ষামূলক প্রকল্পের আওতায় বাণিজ্যিকভাবে এ কাজের ড্রোনের ব্যবহার শুরু করেছে।
পণ্য সরবরাহের সম্ভাব্য স্থান সম্পর্কে আমাজন বলছে, যেসব এলাকায় বড়সড় খেলাধূলার আয়োজন করা হয়েছে কিংবা কোনো উৎসবস্থলে এরকম এয়ারশিপ থেকে খাবার বা পানীয সরবরাহ করা যেতে পারে। জমিতে থাকা গোডাউনের চাইতে আকাশে থাকা গোডাউন থেকে ড্রোনের মাধ্যমে এসব স্থানে দ্রুত পণ্য পৌঁছানো সম্ভব। আর ভূমি থেকে ৪৫ হাজার ফুট উচ্চতায় থাকা গোডাউন থেকে পণ্য সরবরাহে ড্রোনের তেমন বেশি শক্তি খরচ হবে না।
আমাজনের মতো আরও অনেক কোম্পানি ড্রোনের এরকম ব্যবহার নিয়ে পরীক্ষা চালাচ্ছে। কিন্তু এসব ড্রোন খুব বেশি পথ পাড়ি দিতে পারে না তাদের ব্যাটারির শক্তি ফুরিয়ে যায় বলে। আমাজন দাবি করছে তাদের প্রযুক্তি এক্ষেত্রে অনেক এগিয়ে আছে। ২০১৪ সালে আমাজন উড়ন্ত গোডাউনের পেটেন্টের জন্য আবেদন করেছিল। তবে মূলধন বিশ্লেষণী প্রতিষ্ঠানের কর্মকর্তা জো লিভিট সম্প্রতি আমাজনের এ তথ্যটি প্রকাশ করেছেন।