সচিবালয় প্রতিবেদক : ই-ফাইলিং পদ্ধতির চমকপ্রদ সূচনা করেছে তথ্য মন্ত্রণালয়।
রোববার ‘নথি’ অ্যাপ্লিকেশনের মাধ্যমে মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ উপস্থাপিত একটি নথিতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে অনুমোদন দিয়ে কার্যকরভাবে এ পদ্ধতির যাত্রা শুরু করেন।
রোববার তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি অনুদানপ্রাপ্ত ‘ভুবন মাঝি’ চলচ্চিত্রের চূড়ান্ত প্রিন্ট পরীক্ষণের একটি প্রস্তাবিত তারিখ ই-ফাইলিংয়ের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়।
এর আগে ২৬ নভেম্বর তথ্য মন্ত্রণালয়ের ধারাবাহিক ই-ফাইলিং প্রশিক্ষণ উদ্বোধনকালে তথ্য সচিব মরতুজা আহমদ বলেছিলেন, ‘শুধু প্রশিক্ষণে সীমাবদ্ধ না রেখে ই-ফাইলিং এর বাস্তব প্রয়োগ ঘটাতে হবে। আর তাহলেই কেবল আমরা দেশকে ই-প্রশাসনে উন্নীত করতে পারবো।’