
সচিবালয় প্রতিবেদক : রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন বিভাগটি এ দাবি করে। এবার ঈদযাত্রায় সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৩৩৯ জন নিহত হয়েছে মর্মে যাত্রী কল্যাণ সমিতি যে তথ্য দিয়েছে তা ভুল বলে দাবি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি যাত্রী কল্যাণ সমিতি নামের একটি সংগঠন এক সংবাদ সম্মেলনে ঈদের আগে-পরে ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় ৩৩৯ জন নিহত হয়েছে বলে উল্লেখ করে, যা সঠিক তথ্য নয়। প্রকৃতপক্ষে বিআরটিএর জেলা পর্যায়ের বিভিন্ন অফিস, পুলিশ রেকর্ড এবং সরকারি-বেসরকারি হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১২ জুন থেকে ২৪ জুন পর্যন্ত দেশব্যাপী ১০৩টি সড়ক দুর্ঘটনায় ১৫২ জন নিহত এবং ৩৫৫ জন আহত হন।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, যাত্রী কল্যাণের নামে নিবন্ধনহীন এ সংগঠন বিভিন্ন সময়ে সংবাদ সম্মেলনে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে আসছে। নানা পেশার সম্মানিত ব্যক্তিকে নিবন্ধনহীন এ সংগঠন কৌশলে সংবাদ সম্মেলনে আমন্ত্রণ জানায়। সড়ক দুর্ঘটনাবিষয়ক তথ্যাদি উদ্দেশ্যমূলকভাবে বাড়িয়ে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করছে সংগঠনটি।
সড়ক বিভাগ আরো বলছে, সম্প্রতি সড়ক দুর্ঘটনা রোধে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত পাঁচ দফা অনুশাসন বাস্তবায়নে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সকল স্টেকহোল্ডারদের নিয়ে কার্যক্রম জোরদার করতে যাচ্ছে। এছাড়া এসডিজির লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০২১ সালের মধ্যে দেশে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনতে মন্ত্রণালয় সচেষ্ট। সড়ক-মহাসড়কের নির্মাণজনিত ত্রুটি দূর করার পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলতে জনসচেতনতার বিকল্প নেই। সড়ক ব্যবহারকারীদের সচেতনতা বাড়াতে সরকারের পাশাপাশি বেসরকারি অংশগ্রহণ আরো জোরদার করা জরুরি। এরই মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উদ্যোগে দেশের সড়ক-মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ স্পটসমূহ ডিভাইডারসহ প্রশস্তকরণের কাজ প্রায় শেষ হতে চলেছে।
সড়ক দুর্ঘটনা নিয়ে যাত্রী কল্যাণ সমিতির দেওয়া ভুল তথ্যে জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।