নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহা উপলক্ষে জনসমু্দ্রে পরিণত হয়েছে হাতিরঝিল। ইট-পাথর, কংক্রিটের এই শহরে নান্দনিক সৌন্দর্য্য দেখতে বিনোদনপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠে রাজধানীর অন্যতম এ বিনোদন কেন্দ্রটি।
বুধবার হাতিরঝিলে ঘুরে দেখা যায় মানুষের উপচেপড়া ভিড়। শিশু-কিশোর থেকে নব-দম্পতি, প্রেমিক যুগল এবং বৃদ্ধসহ অনেকেই পরিবার পরিজন নিয়ে এসেছেন ঝিলপারে। রাস্তা, ফুটওভার ব্রিজ, ওভারব্রিজ, দুই পাড়েই ছিল ভিড়।
সাভার থেকে হাতিরঝিলে আসেন নব-দম্পতি শফিক ও লুবনা। কাছে অনুভূতি প্রকাশ করতে গিয়ে শফিক বলেন, ‘ঈদের দিন বৃষ্টি ছিল। তাছাড়া কোরবানির পশুর মাংস নিয়ে ব্যস্ততায় ঘর থেকে বের হতে পারিনি। আজ বের হলাম।’
হাতিরঝিল কেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘জায়গাটি খোলামেলা ও সুন্দর। তাই এখানে আসা।’
ঝিলের নান্দনিক সৌন্দর্য্য উপভোগ করতে মিরপুর-১০ থেকে ঘুরতে আসা মিজানউদ্দিন বলেন, ‘পরিবার নিয়ে ঘুরতে আসলাম। এর আগেও এসেছি। কিন্তু আমার স্ত্রী ও সন্তানরা আসেনি। ঈদের ছুটিতে তাদের নিয়ে আসলাম।’
তবে ঈদুল আজহার প্রথমদিনে হাতিরঝিলে ছিল বিপরীত চিত্র। বৃষ্টি আর কোরবানি থাকায় লোক সমাগম ছিল খুবই কম।
এদিকে, হাতিরঝিলের মতো রাজধানীর অন্যান্য বিনোদন কেন্দ্রেও ভিড় দেখা গেছে। রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, মিরপুর চিড়িয়াখানায় ছিল উপচেপড়া ভিড়।