নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্নে যাতায়াতের জন্য তিনটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা রেখেছে বাংলাদেশ রেলওয়ে।
ঈদের তিন দিন আগে এবং ঈদ-পরবর্তী সাত দিন ট্রেনগুলো নির্দিষ্ট গন্তব্যে ছুটবে বলে রেলের কর্মকর্তারা জানান।
কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বলেন, ‘প্রতিবারই এ ব্যবস্থা করা হয়। চট্টগ্রাম, রাজশাহী, সিলেটসহ দেশের প্রায় সবগুলো স্টেশনে এসব ট্রেন চলাচল করবে। কমলাপুর স্টেশন থেকে সকাল ও রাতে ট্রেনগুলো ছেড়ে যাবে। একই সঙ্গে শোলাকিয়ার জন্যও দুই জোড়া ট্রেন রাখা হয়েছে। এসব ট্রেনের টিকিট স্টেশনে এসে নেওয়া যাবে।’
তিনি আরো বলেন, এ ছাড়া স্টেশন থেকে ঈদের আগে-পরে প্রতিদিন প্রায় ৬০টি ট্রেন ছেড়ে যাবে। প্রায় আধা ঘণ্টা অন্তর ট্রেনগুলো ছেড়ে যাবে। একই সঙ্গে শিডিউল মেনে কীভাবে ট্রেনগুলো স্টেশন ত্যাগ করতে পারবে, তারও সব প্রস্তুতি প্রায় চূড়ান্ত করে ফেলেছে স্টেশন কর্তৃপক্ষ।