ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আগামী ২০ ও ২১ আগস্টের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। মঙ্গলবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বিভিন্ন কাউন্টারে কর্তব্যরত ব্যক্তিদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। শ্যামলী বাস কাউন্টারে গিয়ে দেখা গেছে, চট্টগ্রাম, রাজশাহী, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানের অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যাত্রীদের টিকিট সংগ্রহ করতে দেখা গেছে। রংপুর যাওয়ার জন্য মিরপুর থেকে টিকিট নিতে এসেছেন মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি সকাল ৯টায় কাউন্টারে আসেন। বেলা ১১টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট পাননি। তিনি বলেন, সকাল থেকেই এখানে দীর্ঘ লাইন। এখন আমার সামনে ৫০ জনের সিরিয়াল রয়েছে। ২০ তারিখের টিকিট নিতে এসেছি। এখন মনে হচ্ছে ২০ তারিখের টিকিট পাব না। কারণ অধিকাংশ লোক ২০ ও ২১ তারিখের টিকিট কিনছেন। শ্যামলী পরিবহনের কাউন্টার ম্যানেজার শামীম হোসেন বলেন, সকাল থেকেই যাত্রীদের দীর্ঘ লাইন। ঈদের অগ্রিম টিকিট বিক্রির সময় এমনটাই থাকে সাধারণত। তাই যাত্রীদের সুবিধার জন্য কাউন্টারে লোকবল বাড়ানো হয়েছে। তিনি বলেন, ২০ এবং ২১ তারিখের টিকিটের চাহিদা রয়েছে ব্যাপক। ২০ তারিখের টিকিট শেষের পথে। এর আগে গত পাঁচ তারিখ থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে টিকিট বিক্রি স্থগিত করেছিল বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। তাই আজ ভোর থেকে ১২২ রুটের বাসের অগ্রিম টিকিট বিক্রি করছে গাবতলী বাস টার্মিনালের কাউন্টার ম্যানেজাররা।