জবি প্রতিনিধি : ঈদুল আজহা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আগামী ৭ সেপ্টেম্বর (বুধবার) থেকে ছুটি শুরু হচ্ছে। বন্ধ থাকবে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।
জবির জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ঈদ উপলক্ষে ৭ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।
এদিকে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকে শিক্ষার্থী বাড়ি চলে গেছে। হলের দাবিতে টানা আন্দোলনের কারণে ক্লাস-পরীক্ষা না হওয়ায় নির্ধারিত ছুটির আগেই গ্রামের উদ্দেশে রওনা দিয়েছেন তারা। ঈদের ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম যথারীতি শুরু হবে।