
আন্তর্জাতিক ডেস্কঃ মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
রোববার (২৪ মে) বিবৃতি ও ভিডিও বার্তার মাধ্যমে তিনি এ শুভেচ্ছা জানান।
বিবৃতিতে বলা হয়, সূর্য অস্ত যেতেই রাত থেকে কানাডা ও বিশ্বজুড়ে থাকা মুসলমানরা রোজা ও নামাজের পবিত্র মাস রমজানের শেষ উপলক্ষে শুরু করবে ঈদুল ফিতর উদযাপন। এটি একে অপরের প্রতি ধন্যবাদ, সহানুভূতি এবং উদারতা দেখানোর সময়। প্রতি বছর দিনটিতে নামাজ পড়া, একসঙ্গে খাওয়া-দাওয়া করার যে ঐতিহ্য চালু রয়েছে পরিস্থিতির কারণে এবার নিশ্চয়ই তা সম্ভব নয়।
বর্তমান পরিস্থিতির কারণেই বাসায় বসে ইবাদত এবং ভার্চ্যুয়ালি ঈদ উদযাপন করার জন্য অনুরোধ জানানো হয় বিবৃতিতে।
বিবৃতিতে আরও বলা হয়, রমজান মাস জুড়েই খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দিয়ে অসহায়দের সাহায্য করে গেছে কানাডীয় মুসলিমরা। অনেকে রোজা রেখেই স্বাস্থ্য ও গুরুত্বপূর্ণ কর্মী হিসেবে এই মহামারির বিরুদ্ধে লড়াই করেছেন।
ট্রুডো বলেন, তার সরকার সর্বদা কানাডিয়ান মুসলমানদের পাশে দাঁড়াবে এবং দেশের বৈচিত্র্য উদযাপন করবে।
Tonight at sunset, Muslims in Canada and around the world will celebrate Eid al-Fitr, marking the end of Ramadan. Read Prime Minister Justin Trudeau’s statement: https://t.co/vHuL6r69er pic.twitter.com/idAbjOQpjN