রাবি প্রতিনিধি : ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হল বৃহস্পতিবার থেকে বন্ধ হবে।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মশিহুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল বুধবার থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে। ১২ দিনের ঈদের ছুটিতে আগামী ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে আবাসিক হলগুলো বন্ধ থাকবে। বৃহস্পতিবার বিকেল ৩টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর ১৮ সেপ্টেম্বর সকাল ৯টায় হলগুলো পুনরায় খুলে দেওয়া হবে।
এছাড়া ১০ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে।