ঈদের ছুটির পর আজ থেকে শুরু হয়েছে ঢাবির ক্লাস

নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহার ছুটির পর আজ সোমবার থেকে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস। ফলে দীর্ঘদিনের নীরবতা শেষে ক্যাম্পাস আবার সরগরম হয়ে উঠেছে।

ঈদুল আজহা উপলক্ষে গত ৩০ আগস্ট বুধবার থেকে ১০ সেপ্টেম্বর রোববার পর্যন্ত ক্লাসগুলো বন্ধ ছিল।

ছুটির পর বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো খুলেছে রোববার। অফিসগুলো গত ৩১ আগস্ট বৃহস্পতিবার থেকে ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ছিল। ৮ ও ৯ সেপ্টেম্বর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় অফিস শুরু হয় রোববার থেকে।