নিজস্ব প্রতিবেদক : ঈদের ছুটি বুধবার শেষ হয়েছে। বৃহস্পতিবার খুলেছে অফিস-আদালত, ব্যাংক-বিমা। এরই মধ্যে অধিকাংশ কর্মজীবী মানুষ রাজধানীতে ফিরে এসেছেন। অনেকেই অবশ্য প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করে রোববার সকালেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন রাজধানীতে।
কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে, আন্তঃনগর ট্রেন থেকে শুরু করে লোকাল ট্রেনগুলো এসে স্টেশনে ভিড়ছে। তবে অন্যদিনের মতো উপচে পড়া ভিড় ছিল না। ভোর থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে আটটি ট্রেন কমলাপুরে পৌঁছায়। তবে গন্তব্যে পৌঁছাতে একটু দেরি হয়েছে বলে যাত্রীরা জানিয়েছেন।
স্টেশনে খোঁজ নিয়ে জানা গেছে, রেলওয়ে পূর্ব ও পশ্চিমাঞ্চল থেকে ঢাকা অভিমুখে ছেড়ে আসা কোনো ট্রেনেই অন্যদিনের মতো ভিড় ছিল না।
স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বলেন, কয়েকটি ট্রেন পৌঁছাতে কিছুটা দেরি হয়েছে। কারণ যাত্রীদের সুবিধার্থে বিভিন্ন স্টেশনে বিরতির সময় বাড়িয়ে দিতে হচ্ছে। ২ মিনিট বিরতির স্থলে কখনো কখনো ৫ থেকে ১০ মিনিট পর্যন্ত বিরতি দিতে হচ্ছে। মূলত এ কারণে দেরি হচ্ছে।
খুলনা থেকে আসা আব্দুল হালিম বলেন, ‘ট্রেন ঠিক সময়ে ছেড়েছে এবং ভোগান্তি ছাড়া ঢাকায় এসেছি।’
আর চট্টগ্রাম থেকে আসা ব্যবসায়ী লোকমান হোসেন বলেন, তেমন কোনো ভোগান্তি পোহাতে হয়নি।