নিজস্ব প্রতিবেদক, খুলনা : পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে ১০ সেপ্টেম্বর রোববার খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) খুলছে।
রোববার থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে।
শনিবার খুবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ গত ৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টা থেকে খুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা ইতোমধ্যেই ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট থেকে খুবিতে ঈদুল আজহার ছুটি ঘোষণা করা হয়।