নিজস্ব প্রতিবেদক : ঈদের ছুটি শেষ। গ্রামে স্বজনদের সঙ্গে ঈদ করে ঢাকায় ফিরছে মানুষ। বাস, ট্রেনের মতো সদরঘাটে রয়েছে নগরমুখী যাত্রীদের চাপ।
গত রাত ৩টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশের ৪২টি নৌ রুট থেকে ৯৪টি লঞ্চ সদরঘাটে এসেছে।
এদিকে বৃহস্পতিবার সরকারি অফিস খোলা থাকলেও চাকরিজীবীদের উপস্থিতি ছিল কম। তবে আগামীকাল রোববার সপ্তাহের প্রথম কর্মদিবস থাকায় সদরঘাটে কর্মজীবী মানুষের চাপ বেশি।
জানা গেছে, আগামীকাল সব ব্যাংক, বীমাসহ সব ধরেন প্রতিষ্ঠান খোলা। তাই আজ সদরঘাটে নগরমুখী মানুষের চাপ বেশি।
পিরোজপুরের কাউখালী লঞ্চঘাট থেকে সদরঘাট হয়ে ঢাকায় ফিরেছেন প্রিন্স নামের এক যাত্রী। তিনি বলেন, যাত্রীদের চাপ থাকায় আসতে একটু কষ্ট হয়েছে। তবে ঈদ উপলক্ষে এটা স্বাভাবিক।
বিআইডব্লিউটিএ`র ট্রাফিক ইন্সপেক্টর হেদায়াত উল্লাহ জানান, গত রাত ২টার পর থেকে সকাল ৮টা পর্যন্ত দেশের ৪২টি রুট থেকে ৯৪টি লঞ্চ এসেছে। সব থেকে বেশি লঞ্চ এসেছে বরিশাল থেকে।
এদিকে সদরঘাট কাউন্টার সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে সদরঘাট নৌ রুট থেকে চার লাখের বেশি যাত্রী বিভিন্ন স্থানে গেছে।