
শেখ আবু মুছা সাতক্ষীরা তালা প্রতিনিধি: সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটা থানা এলাকায় ঈদের দিন এতিম মেয়ের উপর নির্যাতন চালিয়েছে এক পাষান্ড।সোমবার (২৫মে) পাটকেলঘাটা থানার অদুরে বাজার এলাকায় চিকিৎসক বরকাতউল্লার বাড়ীতে ঘটনা ঘটে । পাটকেলঘাটা চিকিৎসক বরকতউল্লাহ’র বড় ছেলে ইঞ্জিনিয়র খালিদ সাইফুল্লাহ বাড়ীর এতিম মেয়ে রাণী(১৩) উপর এই নির্যাতন করে ।নির্মম নির্যাতনে রাণীর একটি হাত ভেঙ্গে গেছে । বর্তমানে এতিম মেয়েটি সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি আছে।
ঘটনার বিবারণে জানাযায়,ঈদের দিন দুপুরে ঘর পরিষ্কারের কাজ করছিলেন রাণী।এ সময় দরজায় কড়া নাড়েন চিকিৎসকের বড় ছেলে খালিদ সাইফুল্লাহ।ঘর পরিষ্কারের কাজ ফেলে দরজা খুলতে দেরী হওয়ায় ক্ষেপে যান তিনি।এসময় পাশে থাকা ইটদিয়ে এতিম রাণীর শরীরে বিভিন্ন জায়গায় নির্যাতন শুরু করেন।একপর্যায়ে রানীর একটি হাত ভেঙ্গে গেলে রানী জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে যান। এসময় পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এসে রাণীকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। এতিম মেয়ে রাণী বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাণীর হাত ভাঙ্গার বিষয়টি নিশ্চিত করেছেন।
এবিষয়ে চিকিৎসক বরকাতউল্লাহ ও তার স্ত্রী এপ্রতিনিধিকে জানান,রাণীর বাড়ী যশোরে খেদা পাড়ায়।রাণীর জন্মের সময় তার মা মারা যান।এসময় তিনি ও তার স্ত্রী এতিম মেয়েটিকে বুকে তুলে নেন এবং নিজের মেয়ের মত মানুষ করতে থাকেন।কিন্তু তার বড় ছেলে ও ছেলের স্ত্রী লাবণী প্রায় মেয়েটিকে নির্যাতন করতো।তিনি ও তার স্ত্রী আরো বলেন,বড় ছেলে ও তার স্ত্রীর কাছে তারা অসহায়।এতিম মেয়েটি পাশে তারা দঁড়াতে পারছেন না।তারা ছাড়া ওর আর কেউ নেই রাণীর।তারা ছেলের বিরুদ্ধে যেয়ে থানায় কোন অভিযোগও দিতে পারছেন না।
রাণীর অপরাধ সে এতিম।তাই বলে কি এতিম রাণী এই সমাজে সুষ্ট বিচার পাবে না ।সমাজের একজন শিক্ষিত নারগিক হয়ে এমন নরপিশাচের মতো আচারণ কি ভাবে করতে পারলো ইঞ্জিনিয়র খালেদ সাইফুল্লাহ।এলাকাবাসি খালেদ সাইফুল্লার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছে।
পাটকেলগাটা থানা অফিসার ইনচার্জ(ওসি)ওয়াাহিদ মোর্শেদ ঘটনার সত্যতা শিকার করে বলেন,ইতোমধ্যে নির্যাতনের শিকার রাণীর সাথে কথা হয়েছে।সে অভিযোগ দিতে চেয়েছে ।অভিযোগ পেলেই তদন্ত পূর্বক আইননুগ ব্যবস্থা গ্রহন করা হবে।