
জ্যেষ্ঠ প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিরাপদ যাতায়াত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন দেশের বিশিষ্টজনেরা। এবারের ঈদযাত্রা ঝুঁকিপূর্ণ বলেও মন্তব্য করেন তারা।
শুক্রবার রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি আয়োজিত ঈদে নিরাপদ যাতায়াতবিষয়ক এক পরামর্শমূলক আলোচনা সভায় তারা এ আহ্বান জানান।
সংগঠনের প্রধান উপদেষ্টা ও রাজনীতিবিদ মনজুরুল আহসান খানের সভাপতিত্বে সভায় ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক আশীষ কুমার দে।
দৈনিক কালের কণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক নিখিল ভদ্রের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মীর তারেক আলী, সিটিজেন্স রাইটস মুভমেন্টের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. এনায়েতুর রহিম, সাবেক সাংসদ অ্যাডভোকেট তাসনিম রানা, যাত্রী অধিকার পরিষদের সভাপতি তুসার রেহমান, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সাবেক পরিচালক এমদাদুল হক বাদশা, উন্নয়ন ধারা ট্রাস্টের সদস্যসচিব আমিনুর রসুল বাবুল এবং নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির যুগ্ম সম্পাদক, সেকেন্দার হায়াৎ।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মীর তারেক আলী বলেন, প্রতি ঈদে ঢাকাসহ বড় শহরগুলো থেকে বিপুলসংখ্যক মানুষ গ্রামের বাড়িতে যায়। তাই প্রতিবছর ঈদে নির্বিঘ্নে যাতায়াত নিয়ে নানা সমস্যা ও শঙ্কা দেখা দেয়। আর রাস্তাঘাটের যে অবস্থা তাতে চরম ভোগান্তির শিকার হন জনসাধারণ।
তিনি বলেন, ঈদের আগে তড়িঘড়ি করে সমস্যা সমাধানের চেষ্টা করা হয়। এভাবে শুধু ঈদকে সামনে রেখে দায়সারা সমাধানের চেষ্টা করলে হবে না, সংকট নিরসনে দর্ঘিমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করতে হবে। এবার সড়ক ও নৌপথে দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
মনজুরুল আহসান খান বলেন, প্রলয়ংকরী বন্যা ও অতিবর্ষণের কারণে অনেক সড়ক ও রেলপথ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এ অবস্থায় নৌপথের ওপর চাপ বেশি পড়বে। তাই এবার ঈদে সড়ক, নৌ ও রেলপথ তথা সমগ্র পরিবহন ব্যবস্থাই ঝুঁকিপূর্ণ।
তিনি বলেন, জনগণের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। যেহেতু রাষ্ট্রের চালক সরকার, তাই নাগরিকদের নিরাপত্তার দায়িত্ব সরকারকেই নিতে হবে। দুর্ঘটনা ও জনভোগান্তি রোধে সরকারকে সর্বোচ্চ সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের জন্য সরকার ও সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান মনজুরুল আহসান খান।
আলোচনা সভায় চলমান ঈদ-যাত্রায় জননিরাপত্তার স্বার্থে আগামী দু’সপ্তাহের জন্য নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির পক্ষ থেকে সরকারের উদ্দেশে আটটি অতি জরুরি সুপারিশ বাস্তবায়নের জন্য তুলে ধরা হয়।
সেগুলো হলো- সদরঘাট লঞ্চ টার্মিনাল ও কমলাপুর রেলস্টেশনসহ রাজধানীর সব বাস টার্মিনালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনানহ সার্বক্ষণিক কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ, লঞ্চ, বাস ও ট্রেনের ছাদসহ ট্রাকে যাত্রী বহন এবং সড়ক ও নৌপথে সব ধরনের অবৈধ যান চলাচল বন্ধ করা, পদ্মার শিমুলিয়া-কাঁঠালবাড়ি ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে নিরবচ্ছিন্ন ফেরি চলাচল ও যানবাহন পারাপারে নৈরাজ্য বন্ধে দুই ফেরিঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, শিমুলিয়া-কাঁঠালবাড়ি ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ত্রুটিপূর্ণ লঞ্চসহ ঝুঁকিপূর্ণ ক্ষুদ্র নৌযান চলাচল বন্ধ করা, ঢাকা-চট্টগ্রাম, ঢাক-টাঙ্গাইল ও ঢাকা-আরিচা মহাসড়কের যানজট রোধে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ, নৌপথে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় উপকূলীয় জেলা প্রশাসনের নির্বাহী হাকিমদের দায়িত্ব প্রদান, কোস্টগার্ড ও নৌ-পুলিশের পাশাপাশি উপকূলীয় জেলার পুলিশ প্রশাসনকে নৌ-নিরাপত্তায় সম্পৃক্তকরণ এবং প্রতিঘণ্টায় টেলিভিশন ও বেতারে এবং সব টার্মিনালে সার্বক্ষণিক লাউড স্পিকারে আবহাওয়া বার্তা প্রচার।