বিনোদন ডেস্কঃ করোনা ভাইরাসের কারণে প্রায় দুই মাস ধরে বন্ধ রয়েছে সকল ধরেনের শুটিং। এবারের ঈদুল ফিতরে নাটকের সঙ্কটে পড়তে যাচ্ছেন টেলিভিশন চ্যানেলগুলো। তবে অনেক পরিচালক আগেই বেশকিছু নাটক ঈদের জন্য নির্মাণ করে রেখেছিলেন। তাদের একজন ইমরাউল রাফাত।
আসন্ন ঈদুল ফিতরে ইমরাউল রাফাত রচিত ও পরিচালিত নাটক ‘ঈদ মোবারক’ প্রচার পাবে টিভি পর্দায়। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও নুসরাত ইমরোজ তিশা।
নির্মাতা জানান, মূলত হাস্যরসযুক্ত গল্প নিয়েই নাটকটি এগিয়ে যাবে। গল্পটি ডাকাতিকে কেন্দ্র করে। সাধারণ ঈদের দিন অনেকের বাসা ফাঁকা থাকে। আর এই সুযোগে এক ডাকাত ঢুকে পড়ে একটি বাসায়। এরপর এগিয়ে যাবে নাটকটির গল্প।
ইমরাউল রাফাত বলেন, করোনায় শুটিং বন্ধ হওয়ার আগে বেশ কয়েকটি নাটকের কাজ করেছিলাম। এর একটি হলো ‘ঈদ মোবারক’। আসন্ন ঈদে এটি প্রচার পাবে।
জানা যায়, ‘ঈদ মোবারক’ নাটকটি আরটিভির ঈদ আয়োজনে প্রচার হবে।