
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে আজব লাল যাদব (৫০) নামে এক ভারতীয় নাগরিকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
শনিবার গভীর রাতে বিষক্রিয়ায় আক্রান্ত হলে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. মঞ্জুরা রহমান।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, ভারতের বিহার প্রদেশের মাধুরাণী জেলার বাসিন্দা যাদব ২০১৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত পাবনার ঈশ্বরদী উপজেলার রশিদ ওয়েল মিলে চাকরি করতেন। সেই সময় উপজেলার কালিকাপুর গ্রামের মো. সাইফুল্লাহর বাড়িতে ভাড়া থাকতেন তিনি। ২০১৬ সালের অক্টোবর মাসে রশিদ ওয়েল মিল থেকে চাকরিচ্যুত হয়ে তিনি অন্যত্র চাকরি নেন।
শনিবার রাতে কালিকাপুর গ্রামের ওই বাড়িতে যান তিনি। রাতেই ওই বাড়ির লোকেরা তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাত সাড়ে ১১টার দিকে যাদবকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়। তার মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ বলা যাচ্ছে না।
তবে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মঞ্জুরা রহমান জানান, বিষক্রিয়ায় আক্রান্ত হিসেবে যাদবকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
এদিকে জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির মালিক সাইফুল্লাহকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, কালিকাপুর গ্রামের বাড়িতে ভাড়া থাকার সুবাদে বাড়ির মালিকের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ওই ভারতীয় নাগরিক। তিনি প্রচুর পরিমাণে মদপান করতেন।