ঈশ্বর আমাকে আলটিমেটাম দিয়েছেন

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন, ‘ঈশ্বর আমাকে গালিগালাজ করতে নিষেধ করেছেন। এ জন্য তিনি আমাকে বিমানে আলটিমেটাম দিয়েছেন।’

তাই তিনি প্রতিজ্ঞা করেছেন, আর আজেবাজে ভাষা ব্যবহার করবেন না। এখন থেকে ভালো ভাষা ব্যবহার করবেন।

জাপান সফর থেকে নিজ শহর দাভাওয়ে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের দুতের্তে বলেছেন, ‘আমি দৈববাণী শুনি- গালিগালাজ বন্ধ কর অথবা আকাশে বিমান বিধ্বস্ত হবে।’

দুতের্তে তার বক্তব্যে ইঙ্গিত করেন, পশ্চিমারা আমার জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে ‘অসতীর ছেলে’ বলে গালি দেন দুতের্তে। ইউরোপীয় ইউনিয়নকে ‘প্রতারক’ বলে অভিহিত করেন। এ ছাড়া প্রয়োজনে জাতিসংঘ ছেড়ে দেওয়ারও হুমকি দেন তিনি। নিজ দেশের মানুষের বিরুদ্ধে তার কড়া হুঁশিয়ারি আছে- ৩০ লাখ মাদকাসক্তকে হাসিমুখে হত্যা করবেন তিনি।

মাসকাসক্তদের বিরুদ্ধে দুতের্তের যুদ্ধের বিরোধিতা এসেছে বিশ্বের সব মহল থেকে। মাদক নিয়ন্ত্রণ করতে গিয়ে মানবাধিকার হরণ করছেন দুতের্তে- এমন অভিযোগে এখনো সরব রয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের কয়েক মাসের মাথায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর হাতে মারা গেছে প্রায় সাড়ে ৩ হাজার অভিযুক্ত মাদকসেবী ও ব্যবসায়ী।