উখিয়ায় ৬ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা আটক

জেলা প্রতিবেদকঃ কক্সবাজারের উখিয়া উপজেলায় ছয় হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা তরুণকে আটক করেছে র‌্যাব।

রোববার সন্ধ্যায় উপজেলার গয়ালমারা এলাকায় অভিযান চালিয়ে ওই ইয়াবার চালানসহ তাকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবার মূল্য ২৯ লাখ নব্বই হাজার টাকা।

আটক রোহিঙ্গা তরুণের নাম মো. তৈয়ব (১৯)। তিনি উখিয়ার হাকিমপাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাহামুদ বেখারীর ছেলে।

রোববার সন্ধ্যায় আটক রোহিঙ্গাকে উখিয়া থানায় সোপর্দ করা হয়।

র‌্যাব-১৫ সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী স্বাক্ষরিত এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়।

এ ব্যাপারে উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম বলেন, মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে।