
বর্তমানে উচ্চঝুঁকিতে রয়েছে দেশের ৩২টি বিমা কোম্পানি। এর মধ্যে ১৫টি জীবনবিমা (লাইফ ইন্স্যুরেন্স) ও ১৭টি সাধারণবিমা কোম্পানি। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান এম আসলাম আলম বুধবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। আইডিআরের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আসলাম আলম বলেন, ১৫টি লাইফ ইন্স্যুরেন্স উচ্চঝুঁকিতে থাকার পাশাপাশি আরও ১৫টি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি মধ্যম ঝুঁকিতে রয়েছে। মাত্র ছয়টি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি স্থিতিশীল পর্যায়ে রয়েছে। তবে তিনি নন-লাইফের ক্ষেত্রে লাইফের মতো বিস্তারিত তথ্য জানাননি। আসলাম আলম আরও বলেন, উচ্চঝুঁকিতে থাকা কোম্পানিগুলোর সংকট আর নিরসনের পর্যায়ে নেই। তবে মধ্যম ঝুঁকির কোম্পানিগুলোর সমস্যা নিরসনযোগ্য। উচ্চঝুঁকিতে থাকা বিমা কোম্পানিগুলোর তালিকা চাওয়া হলে আইডিআরএ চেয়ারম্যান বলেন, ‘আমাদের অভ্যন্তরীণ কিছু মাপকাঠি রয়েছে। সেই বিবেচনাতেই ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানের তালিকা তৈরি করা হয়েছে।’
তিনি আরও বলেন, বিমা খাত একটা সংকটের মধ্যে রয়েছে। সময়মতো বিমা দাবি পরিশোধ না করায় এ খাতের প্রতি মানুষের আস্থাহীনতা বেড়েছে। স্বচ্ছতা, জবাবদিহিতা ছাড়া আস্থা বাড়বে না।
আসলাম আলম বলেন, বিমা খাতের প্রতি মানুষের আস্থাহীনতা তৈরি হওয়ার পেছনে আইডিআরের ব্যর্থতা রয়েছে। বর্তমানে জীবনবিমার ক্ষেত্রে ৪৫ শতাংশ এবং নন-লাইফ বিমার ক্ষেত্রে প্রায় ৪৭ শতাংশ দাবি অনিষ্পন্ন অবস্থায় রয়েছে। ২০২৪ সাল শেষে লাইফ ইন্স্যুরেন্স খাতে ১৩ লাখ গ্রাহকের ৪ হাজার ৪১৪ কোটি টাকার দাবি অনিষ্পন্ন রয়েছে। এ ছাড়া বিগত ১৪ বছরে ৫৪ লাখ পলিসি বাতিল হয়েছে। বর্তমানে চালু থাকা পলিসির সংখ্যা ৭১ লাখ। তিনি বলেন, আইডিআরএ শুধু ২০২৪ সালে ২৪ হাজার ৮৫২টি অভিযোগ পেয়েছে। তবে জনবল সংকটের কারণে সব অভিযোগ তদারকি করা সম্ভব হচ্ছে না। দেশে বর্তমানে ৮২টি বিমা কোম্পানি রয়েছে। এর মধ্যে ৩৬টি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ও ৪৬টি নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি।