আন্তর্জাতিক ডেস্ক : কানাডায় উড্ডয়নের কিছু সময় আগে বিমানের ককপিট থেকে এক মদ্যপ পাইলটকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের দুই ঘণ্টা পর মেডিক্যাল পরীক্ষায় তার শরীরে স্বাভাবিকের চেয়ে তিন গুণ অ্যালকোহল শনাক্ত হয়।
শনিবার সন্ধ্যায় কানাডার ক্যালগারি থেকে মেক্সিকোর ক্যানকামে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল বিমানটি। কিন্তু উড্ডয়নের কিছু সময় আগে ককপিট থেকে অতিরিক্ত মদ পানের অভিযোগে পাইলটকে গ্রেপ্তার করা হয়।
বিমানটিতে ১০০ যাত্রী ছিলেন। পরে অন্য একজন পাইলট বিমানটি উড়িয়ে নিয়ে যান।
বিমানটির কর্মীরা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন, পাইলট অদ্ভুত আচরণ করছেন। এরপর পাইলটকে ককপিট থেকে নামিয়ে নেওয়া হয়। বিমানের দায়িত্বে থাকাকালীন মদ্যপ হওয়ার দায়ে তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে।
ক্যালগারি পুলিশ জানিয়েছে, মদ্যপ পাইলটের নাম মিরোস্লাভ গ্রোনিচ। তিনি স্লোভাকিয়ার নাগরিক।