উত্তরখানে অবৈধ কয়েলের কারখানা ভেনাস

সুমা আক্তার: রাজধানীর উত্তরখান এলাকায়, ভেনাস কনজুমার ই: বিডি. এর ভেনাস মশার কয়েল ফ্যাক্টরির কারণে এলাকার পরিবেশ দূশন হয় বলে জানিয়েছেন এলাকাবাসী। ফ্যাক্টরির ম্যানেজার রনির সাথে এসকল বিষয়ে মুঠোফোনে আলাপ হলে, তিনি জানান- আমাদের কোম্পানিটি জয়েন্ট বেঞ্চার কোম্পানি। সে জন্য আমাদের কোন কাগজপত্র লাগেনা। আমাদের প্রতিনিধি রনির কাছে জানতে চেয়েছিল, আপনাদের কোম্পানির স্থান কোথায় দেখিয়ে জয়েন্ট বেঞ্চারে রুপান্তরিত হয়েছিল? এসকল বিষয়ে রনি কোনও সদউত্তর দিতে পারে নাই। প্রত্যক্ষদর্শী জাভেদ আল মামুন জানায়, কয়েল ফ্যাক্টরির আশে পাশের বাড়িগুলো ভেনাস কয়েল তৈরী করতে যে সকল উপকরণ লাগে, আমি মনে করি তা বিষ। এতে কোমল মতি শিশুদের স্বাস্থ্যঝুকি থেকেই যায়। এ রিপোর্ট সংগ্রহ করতে গেলে আমাদের সংবাদদাতাকে মারধর করার হুমকি দেয়। ফ্যাক্টরির ম্যানেজার বলেন, এটা জয়েন্ট বেঞ্চার কোম্পানি, এটাকে কেউ কিছু করতে পারবে না। তাহলে আমাদের প্রশ্ন থেকেই যায়- ভেনাস কনজুমার ই: বিডি কি আইনের উর্দ্ধে ?