
এ, আর, মজিদ শরীফঃ- র্যাব-1 CPC 3 কমান্ডার এ. এসপি. মাঝারুল ইসলাম ও ম্যাজিস্ট্রেট নাদির শাহার নেতৃত্বে, ৯ মার্চ (মঙ্গলবার) রাজধানীর উত্তরখানে অবৈধ বেকারিতে ভেজাল খাদ্য পণ্য তৈরির উপরে অভিযান চালানো হয়।
এ সময় বিভিন্ন বেকারির প্রয়োজনীয় বা সরকার অনুমোদিত কাগজপত্র না থাকায় এবং পরিবেশ নোংরা অবস্থা পাওয়ায় চাঁনপাড়ার রাজধানী বেকারিতে দেড় লক্ষ টাকা,হেলাল মার্কেট বৈকলী রোড শালুক সেফ ফুড এন্ড বেভারেজে ১ লক্ষ টাকা, বালুর মাঠ তালতলা রোড আব্দুল মতিন এর জনতা বেকারিতে দেড় লক্ষ টাকা ও ডেলিস হোম মেইড বেকারিতে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এ সময় র্যাব সদস্যরা হুশিয়ারি দিয়ে বলেন, “ভবিষ্যতে ফ্যাক্টরিতে খাদ্য পণ্য তৈরি করতে হলে, সরকারের আইন নিয়ম-নীতি মেনে পরিষ্কার ভাবে তৈরি করতে হবে। অন্যথায় আমরা কঠোর হতে বাধ্য হবো।
তারা আরও বলেন, এই ধরনের খাদ্য গুলো, সাধারণত কোমলমতি শিশুরাই বেশি খেয়ে থাকে। আমরা চাই না আপনাদের অনিয়ম ও নোংরা পরিবেশের কারণে, শিশুদের স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ুক।”
একপর্যায়ে এসমস্ত অনিয়মকারি অবৈধ বেকারির কর্তৃপক্ষদের কে হুঁশিয়ারি করতে গিয়ে র্যাব সদস্য মসিউর বলেন, “আমরা কিছুদিন আগে পত্র-পত্রিকায় দেখেছি অবৈধ বেকারির অনিয়ম-নোংরা পরিবেশ নিয়ে সাংবাদিকরা সংবাদ প্রকাশ করলে সংবাদকর্মীদের কে হত্যার হুমকি দেওয়া হয়। এসমস্ত জঘন্যতম কর্মকাণ্ড থেকে বিরত থাকা উচিত। সাংবাদিকরা অন্যায় অপরাধের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করবে এটাই নিয়ম, এটাই সাংবাদিকদের পেশা।”
সাংবাদিকদের কে হত্যার হুমকির বিষয়ে নিন্দা জানিয়ে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ক্রাইম পেট্রোল বিডি এর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম. এ. আলতাবুর রহমান চৌধুরী বলেন, “সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। সঠিক সংবাদ জনগণের মাঝে তুলে ধরবে, এটাই তার দায়িত্ব ও কর্তব্য। সাংবাদিককে হুমকি নয়, ভালোবাসতে শিখুন।”
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার প্রধান সম্পাদক আব্দুল আল মামুন বলেন, “সত্যের কলমকে গলা চিপে হত্যা নয়, মর্যাদা দিতে শিখুন। যারা সাংবাদিকদেরকে হুমকি দিয়ে বেড়াচ্ছেন, তারা মনে রাখবেন আপনাদের কারণে একজন সাংবাদিকের যদি বিন্দু পরিমাণ ক্ষতি হয়, ছাড় দেওয়া হবে না এক জ্বারাও। সময় থাকতে সতর্ক হয়ে যান।