নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরখান এলাকায় মহিলা দলের নেত্রী কাজল রেখা ও স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা একটি মামলাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা ও ব্যক্তিগত স্বার্থে পরিকল্পিতভাবে এই মিথ্যা মামলা সাজানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর দুপুরে উত্তরখান থানার পুলারটেক এলাকায় বাদল ভূইয়া নামে এক ব্যক্তি কাজল রেখা ও কয়েকজন বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে মারামারির অভিযোগ এনে মামলা দায়ের করেন। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, বাদল ভূইয়া নিজেই নিজের মাথায় টাইলস দিয়ে আঘাত করে টঙ্গী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আঘাতের সনদ সংগ্রহ করেন। পরে সেই সনদ ব্যবহার করে তিনি বিএনপি ঘরানার কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন।
প্রত্যক্ষদর্শী রেজাউল করিম বলেন, “বাদল ভূইয়া ও তার ছেলে সিফাত ভূইয়া দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি করে আসছে। প্রতিবেশীরা টাকা না দিলে তাদের নানাভাবে হয়রানি করা হয়।”
সম্প্রতি বাদল ভূইয়া প্রতিবেশীদের চলাচলের পথে দেয়াল তুলে বাধা সৃষ্টি করেন। বিষয়টি মীমাংসার জন্য কাজল রেখা ঘটনাস্থলে গেলে বাদল ভূইয়ার স্ত্রী ও ছেলে লাঠি হাতে তাদের ওপর চড়াও হন। ঘটনার ভিডিও ফুটেজেও দেখা যায়, বাদল ভূইয়া ও তার পরিবার প্রথমে আক্রমণাত্মক আচরণ করছে এবং কাজল রেখাসহ উপস্থিত অন্যদের দিকে তেড়ে যাচ্ছে।
পরিস্থিতি উত্তপ্ত হলে বাদল ভূইয়া ৯৯৯-এ ফোন করে মিথ্যা তথ্য দিয়ে পুলিশ ডাকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জমির কাগজপত্র, সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স যাচাই করে কোনো অপরাধের প্রমাণ না পেয়ে ফিরে যায়।
স্থানীয়দের দাবি, বাদল ভূইয়া রাজনৈতিকভাবে প্রতিপক্ষ বিএনপি নেতাদের ফাঁসানোর জন্য পরিকল্পিতভাবে এই মামলা করেছেন।
নেত্রী কাজল রেখা বলেন, “আমাদের রাজনৈতিক পরিচয়ের কারণেই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমল থেকে বাদল ভূইয়া আমাদের জমিতে প্রবেশ করতে দেয়নি।”
স্থানীয় শিক্ষক শফিকুল ইসলাম জানান, বাদল ভূইয়ার চাঁদাবাজি ও হয়রানির কারণে তিনি ২০১৬ সালে সাধারণ ডায়েরি করেছিলেন এবং পরবর্তীতে জমি বিক্রি করে এলাকা ছাড়তে বাধ্য হন। আরেক ভুক্তভোগী সেলিনা আক্তার বলেন, “তারা আমার জমি বিক্রি করতেও দিচ্ছে না, ক্রেতাদের কাছ থেকে চাঁদা দাবি করছে।”
ঢাকা ইলেকট্রিক কোম্পানি (ডেসকো)-এর এক কর্মকর্তা জানান, বাদল ভূইয়ার বাধার কারণে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়নি।
উত্তরখান থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন,
“ঘটনাটি চলাচলের রাস্তা নিয়ে বিরোধ সম্পর্কিত। বিষয়টি তদন্তাধীন।”
তদন্ত কর্মকর্তা ফজলে রাব্বি জানান,
“৯৯৯-এ অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম, কিন্তু অভিযোগের সত্যতা পাইনি। পরে বাদল ভূইয়া মেডিকেল রিপোর্টসহ থানায় এসে মামলা করেন।”
স্থানীয়রা এই ঘটনাকে পরিকল্পিত মিথ্যা মামলা হিসেবে উল্লেখ করে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


