
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার উত্তরাঞ্চলে আকস্মিকভাবেই ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।
গত সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত টানা বর্ষণে চট্টগ্রাম জেলার বেশ কয়েকটি উপজেলার শত শত গ্রাম পানির নিচে তলিয়ে গেছে।
সরেজমিন অনুসন্ধান এবং জেলা প্রশাসন থেকে খবর নিয়ে জানা গেছে, চট্টগ্রাম জেলার রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, ফটিকছড়ি উপজেলার অধিকাংশ এলাকা আকস্মিকভাবে বন্যার পানিতে তলিয়ে গেছে।
এসব উপজেলার শত শত গ্রাম, হাজার হাজার বাড়িঘর, গাছপালা, রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। বন্যাদুর্গত এলাকায় জেলা কিংবা উপজেলা প্রশাসনের কোনো সহায়তা মিলছে না বলে ক্ষতিগ্রস্তদের অভিযোগ।
রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ জানান, রাঙ্গুনিয়া উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে প্রায় ১০টি ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে। এ ছাড়া এই উপজেলায় পাহাড় ধসে নিহত হয়েছে ১৯ জন।
ফটিকছড়ি উপজেলা থেকে নির্বাচিত জেলা পরিষদের সদস্য পারভেজ মাহমুদ জানান, আকস্মিক বন্যায় ফটিকছড়ি উপজেলার শত শত ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। অনেক পরিবার গৃহহীন হয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।
ব্যক্তিগতভাবে তিনি সাধারণ মানুষকে সহায়তা করছেন। সরকারিভাবে এখনো ত্রাণ সহায়তা পাওয়া যায়নি বলে পারভেজ মাহমুদ জানান।
এদিকে রাউজান, হাটহাজারীসহ উত্তর চট্টগ্রামের প্রায় সব উপজেলার কমবেশি এলাকা বন্যা কবলিত হয়েছে বলে চট্টগ্রাম জেলা প্রশাসন এবং স্থানীয় সূত্রে জানা গেছে। দুর্গত মানুষের সাহায্যার্থে দ্রুত ত্রাণ সহায়তার দাবি জানিয়েছেন এলাকাবাসী।