রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে ছয়জন দাঁড়িয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডে এ অগ্নিকাণ্ড ঘটে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক আহমেদ জানিয়েছেন, আবাসিক ভবনে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা ছয়। তবে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
জানা গেছে, ৩৬ নম্বর হোল্ডিংয়ের ছয় তলা বাড়ির দোতলায় সকাল ৭টা ৫০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রথমে তিনজনের লাশ উদ্ধারের কথা জানায় ফায়ার সার্ভিস। পরে আরো তিনজনের মৃত্যুর কথা জানা যায়। এ ঘটনায় ১০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপন করা হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
এছাড়া ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।


