
ইব্রাহিম হাসান (হাসনাইন) : রাজধানীর প্রাণকেন্দ্র উত্তরায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো “কুরো এন্ড রেশিও ক্যাফে”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠান। শুক্রবার (১০ অক্টোবর) দুপুর ৩টায় উত্তরা ১৩ নম্বর সেক্টরে বর্ণাঢ্য আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও দেশের জনপ্রিয় ক্রীড়াবিদ তামিম ইকবাল খান এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হোক। অতিথিবৃন্দ ফিতা কেটে ও দোয়া মাহফিলের মাধ্যমে ক্যাফের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক এস. এম. জাহাঙ্গীর হোসেন, মহানগর উত্তর বিএনপির সদস্য ও কুরো এন্ড রেশিও ক্যাফের কর্ণধার সালাম সরকার, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা।
ক্যাফের কর্ণধার সালাম সরকার বলেন,
“নগর জীবনের ব্যস্ততার মাঝে মানুষ যেন কিছুটা প্রশান্তি ও আনন্দ খুঁজে পায়, সেই লক্ষ্যেই কুরো এন্ড রেশিও ক্যাফের যাত্রা শুরু হয়েছে। আমরা মানসম্মত খাবার, আধুনিক পরিবেশ ও সেবার মানে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা ক্যাফের দৃষ্টিনন্দন সাজসজ্জা,পরিস্কার-পরিছন্ন পরিবেশ ও খাবারের বৈচিত্র্যের প্রশংসা করেন। তারা বলেন, তরুণ উদ্যোক্তাদের এমন উদ্যোগ সমাজে কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন প্রজন্মকে উদ্যোগী হতে উৎসাহিত করবে।
অনুষ্ঠানের শেষে অতিথিদের আপ্যায়নের পাশাপাশি দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে দেশের অগ্রগতি, ব্যবসার সাফল্য ও উদ্যোক্তার মঙ্গল কামনা করা হয়।
উত্তরার অভিজাত এই ক্যাফে ইতোমধ্যেই স্থানীয় তরুণ সমাজ ও পরিবারগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কুরো এন্ড রেশিও ক্যাফে প্রতিশ্রুতি দিয়েছে তারা গ্রাহকদের জন্য মানসম্মত খাবার, আরামদায়ক পরিবেশ ও অনন্য অভিজ্ঞতা উপহার দেবে, যেখানে স্বাদ, সৌন্দর্য ও প্রশান্তি একসাথে মিলবে।