উত্তরায় কেমিস্ট সচেতনতা অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস সমিতির (বিসিডিএস) বৃহত্তর উত্তরা পূর্ব ও পশ্চিম থানার উদ্যোগে “কেমিস্ট সচেতনতা অনুষ্ঠান ২০২৫” আজ শনিবার রাজধানীর উত্তরা সেক্টর ৭-এর রেস্তোরাঁ ও পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়নুল হক চৌধুরী, সভাপতি, বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস সমিতি, কেন্দ্রীয় পরিচালনা পরিষদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিডিএস কেন্দ্রীয় সহ-সভাপতি বৃন্দ, পরিচালকমণ্ডলীর সদস্যবৃন্দ ও ঢাকা জেলা শাখার নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাহিদ আলম, ওষুধ তত্ত্বাবধায়ক, ঔষধ প্রশাসন অধিদপ্তর। তিনি বলেন, “ওষুধ ব্যবসা একটি জনসেবামূলক পেশা। নৈতিকতা, নিয়মনীতি ও সঠিক নির্দেশনা মেনে চললেই জনগণের আস্থা অর্জন করা সম্ভব।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ অলিউল্লাহ, সভাপতি, বিসিডিএস বৃহত্তর উত্তরা শাখা। তিনি তার বক্তব্যে বলেন, “কেমিস্টদের পেশাগত দায়িত্ববোধ ও সচেতনতা বৃদ্ধি করলেই ওষুধ ব্যবসায় শৃঙ্খলা ও আস্থা ফিরবে।”

বক্তারা তাদের আলোচনায় পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণের মাধ্যমে সেবা মান উন্নয়ন, ভেজাল ওষুধ প্রতিরোধ ও সরকারি বিধিনিষেধ মানার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে ধন্যবাদ জ্ঞাপন ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।