উত্তরা প্রতিনিধি : উত্তরা পূর্ব থানার সিটি ক্লাবের উদ্যোগে টানা ৪০ দিন ফজর ও এশার নামাজ জামাতে আদায়কারী ২০০ শিশু–কিশোরকে বাইসাইকেল পুরস্কার দেওয়া হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে উত্তরা ৪ নং সেক্টর কল্যাণ সমিতির ফুটবল মাঠে আয়োজিত এ ব্যতিক্রমী অনুষ্ঠানে এলাকাজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। কিশোরদের মাঝে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস, আর স্থানীয়রা এমন ধর্মীয়–সামাজিক উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন— নুরুল ইসলাম (সাবেক কর্মকর্তা, ইসলামী ব্যাংক), মর্তুজা আলী (সাধারণ সম্পাদক, ৪ নং সেক্টর কল্যাণ সমিতি), মিজানুর রহমান (সাবেক পরিচালক, ফুলকুড়ি), জোয়ার্দার শাহরিয়ার কাশেম (সভাপতি, ৪ নং সেক্টর জামে মসজিদ), আসিফ আব্দুল্লাহ (ডাকসু পরিবহন সম্পাদক), রেজাউল করিম শাকিল (মহাপরিচালক, স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন ঢাকা মহানগর উত্তর) এবং সিটি ক্লাবের উপদেষ্টা মুহাম্মাদ জামালউদ্দিন। বক্তারা শিশু–কিশোরদের মসজিদমুখী করতে সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
বিশেষ অতিথি ও ঢাকা–১৮ আসনের সংসদ প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক বলেন, “নামাজের অর্থ জানা জরুরি। এভাবে জীবন গড়ে তুলতে পারলে দুনিয়ার সাইকেলের চেয়েও উত্তম পুরস্কার অপেক্ষা করছে আখিরাতে।” তিনি নারীদের জন্য মসজিদে আলাদা নামাজের ব্যবস্থার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
প্রধান অতিথি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ভিসি প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক বলেন, “আজকাল গান–নাচের প্রতিযোগিতা হয়, কিন্তু নামাজের প্রতিযোগিতা নেই। সিটি ক্লাবের এই আয়োজন সেই ঘাটতি পূরণ করেছে।” তিনি কোরআনের আয়াত “কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারো” উদ্ধৃত করে পরিবারকে আল্লাহর পথে পরিচালনার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও অনুবাদক আলী আহমেদ মাবরূর, ডাকসুর সাবেক এজিএস মহিউদ্দিন খান এবং সিটি ক্লাবের সভাপতি ও সমাজসেবক জহিরুল ইসলাম।
সব মিলিয়ে এ আয়োজনটি উত্তরায় ধর্মীয় অনুশাসন চর্চা, শিশু–কিশোরদের নৈতিক বিকাশ এবং মসজিদমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা


