
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন স্থানে ফরদিন ফাউন্ডেশনের পক্ষ থেকে সুস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
সপ্তাহব্যাপী এই বিতরণ কার্যক্রমে ঈদ উপহার হিসেবে চাল,ডাল,চিনি,সেমাই, নুডলসসহ নানা পণ্য বিতরণ করা হয়।
এসময় ফরদিন ফাউন্ডেশনের পক্ষ আরদিদ কাবীর বলেন; আমরা এ বছর প্রথম এ কার্যক্রম শুরু করেছি। আমরা স্কুলের বন্ধুরা মিলে কিছু টাকা যোগাড় করে মানুষের পাশে দাড়াতে চেয়েছি। আল্লাহ যদি সহায় হোন তাহলে প্রতি বছর বিশেষ বিশেষ দিনে আমরা এ কার্যক্রম করে যেতে চাই।
এসময় ঈদ উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন সাধারণ মানুষ।
ঈদ উপহার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ফরদিন ফাউন্ডেশনের পক্ষ থেকে রাশমিন সাদাফ, সায়েদা জেবিন শুরাতন, মো: সাফির জামান, সানাম বিনসহ অনেকে।