নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরা এলাকায় ঢাকা–১৮ আসনকে কেন্দ্র করে বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে একটি ব্যাপক গণমিছিল। বৃহস্পতিবার বিকেল ৩টায় শুরু হওয়া এই কর্মসূচিতে দলীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা–কর্মী অংশ নেন। সমাবেশস্থল ও আশপাশের সড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান। তিনি বলেন, “উত্তরার বিএনপি আজ আগের যেকোনো সময়ের তুলনায় আরও ঐক্যবদ্ধ। জনগণই আমাদের শক্তি, সেই শক্তিকে আরও দৃঢ় করতে আমরা মাঠে আছি।”
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ। তিনি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বলেন, “সরকার শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলছে। আমরা চাই সত্যিকার অর্থে ভোটাররা যেন স্বাধীনভাবে ভোট দিতে পারে। জনগণের ভোটেই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে।”
গণমিছিলের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন। তিনি বলেন, “জনগণ যার যোগ্যতা দেখবে তাকেই ভোট দেবে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য।”
অনুষ্ঠানের সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন আফাজ। তিনি দাবি করেন, এই গণমিছিল প্রমাণ করেছে যে উত্তরা বিএনপির সংগঠন এখনও ঐক্যবদ্ধ ও মাঠে সক্রিয়।
স্থানীয় নেতারা বলেন, ঢাকা–১৮ আসনে বিএনপির সম্ভাব্য মনোনয়নে স্থানীয় চারজন নেতৃত্বকে বিবেচনায় নেওয়ার দাবি তৃণমূলের। তাঁদের মতে, এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা স্থানীয় নেতৃত্বকে সামনে আনলে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
নেতাকর্মীরা আরও জানান, শান্তিপূর্ণ নির্বাচন হলে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে এবং বিএনপির মাঠপর্যায়ের শক্তি আবারও প্রমাণিত হবে। মিছিলটি শান্তিপূর্ণভাবে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়। নেতারা ভবিষ্যতে আরও গণসংযোগ বাড়ানোর ঘোষণা দেন।


