উত্তরায় বিএনপি’র ৩১ দফা লিফলেট বিতরণ

উত্তরা প্রতিনিধি: আজ রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরের খালপাড় কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ শেষে বিএনপি’র ৩১ দফা কর্মসূচির লিফলেট এলাকাবাসীর মধ্যে বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ।

এ সময় তিনি বলেন, “বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা হবে। এই কর্মসূচিই হবে দেশ পুনর্গঠনের ভিত্তি।”

এম কফিল উদ্দিন আরও বলেন, “আমি ঢাকা-১৮ আসনের স্থানীয় বাসিন্দা ও এই এলাকার আদিবাসী। চার দশকেরও বেশি সময় ধরে রাজনীতির সাথে যুক্ত আছি। আমার বিরুদ্ধে ১৫০টিরও বেশি মামলা হয়েছে এবং বিগত ফ্যাসিস্ট সরকার আমাকে ২০ বছরের সাজা দিয়েছিল। তবুও আমি জনগণের পাশে ছিলাম ও থাকব।”

তিনি আশা প্রকাশ করেন যে, দলের প্রতি ত্যাগ ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ কেন্দ্রীয় নেতৃত্ব তাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেবে, যাতে তিনি এলাকার উন্নয়নে সরাসরি ভূমিকা রাখতে পারেন।

লিফলেট বিতরণকালে স্থানীয় বিএনপি নেতা-কর্মী ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। তারা ৩১ দফা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরে জনগণকে গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান