
ইব্রাহিম হাসান (হাসনাইন) :পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ইফতার নিয়ে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতা আফাজ উদ্দিন।
(২০ মার্চ) রোজ বৃহস্পতিবার উত্তরা জমজম টাওয়ার সংলগ্ন এলাকায় অসহায়, দুস্থ ও খেটে খাওয়া মানুষের মাঝে ইফতার বিতরণ করেন, ঢাকা
মহানগর উত্তর বিএনপি যুগ্ন আহবায়ক মোহাম্মদ আফাজ উদ্দিন।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রমজান মাস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে
বিএনপি’র নেতা কর্মীরা ইফতার ও সেহেরী বিতরণ করে আসছে। এরি ধারাবাহিকতায় ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ইফতার বিতরণ করছেন বিএনপি নেতা মোহাম্মদ আফাজ উদ্দিন। তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে আমরা ঢাকা-১৮ আসনের বিভিন্ন স্থানে পহেলা রমজান হতে প্রতিদিন ২৫০০ মানুষকে ইফতার বিতরণ করে আসছি। আমাদের মাস ব্যাপী কার্যক্রম চলবে।
এবং মানবিক সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে,আগামী নেতৃত্ব তারেক রহমানের হাত ধরে এগিয়ে যাবে। তারেক রহমানের সঠিক নেতৃত্ব ও ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল ফ্যাসিস্ট হাসিনা।
বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির নেতাকর্মীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেননি। সেজন্য এতিম, অসহায়, ভাসমান ও সুবিধাবঞ্চিত মানুষদের জন্য তেমন কিছু করা সম্ভব হয়নি। এজন্যই এবার এই ধরনের জনকল্যাণ ও সেবামূলক কাজের উদ্যোগ নেয়া হয়েছে। যাতে মানুষগুলো সারা দিন রোজা শেষে ইফতার থেকে বঞ্চিত না হয় সেজন্যই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যাতে কোন রোজাদার ব্যক্তি ইফতার থেকে বঞ্চিত না হন । সেই জন্য এই ক্ষুদ্র প্রচেষ্টা বলে জানান তিনি। এছাড়াও সমাজের বিত্তশালী ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের তিনি এসকল মহতি কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে, তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
ইফতার আয়োজন সফল করার জন্য উত্তরা পশ্চিম থানা সাতটি পয়েন্টে কাজ করছেন, উত্তরা পশ্চিম থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর হোসেন শিশির,যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী, যুগ্ম আহবায়ক সুলেমান হাসান, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন অনিক, যুগ্ম আহবায়ক আওলাদ হোসেন, যুগ্ম আহবায়ক আনোয়ার ঢালী, যুগ্ম আহবায়ক মো: হান্নান, যুগ্ম আহবায়ক লিটন প্রধানসহ প্রমুখ।