উত্তরা প্রতিনিধি: অতিরিক্ত ভ্যাট ও অযৌক্তিক ভ্যাট প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে উত্তরাস্থ স্যানিটারি, হার্ডওয়্যার এন্ড ইলেকট্রনিক ব্যবসায়ী সমবায় সমিতি।
এসময় অযৌক্তিক ভ্যাট প্রত্যাহারের দাবিতে উত্তরার জমজম টাওয়ারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় বক্তরা অনৈতিকভাবে ভ্যাট নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ীরা। তারা বলেন; ভ্যাটের আদায়ের একটা সঠিক নিয়ম রয়েছে। কিন্তু যেভাবে ভ্যাট আদায় করা হচ্ছে তাতে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আমরা এসকল অযৌক্তিক ভ্যাট প্রত্যাহারের দাবি জানাই।
এসময় স্যানিটারি, হার্ডওয়্যার এন্ড ইলেকট্রনিক ব্যবসায়ী সমবায় সমিতির ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।