উত্তরায় পুলিশের অভিযানে জার্মান আওয়ামী লীগের সভাপরি বাদল শেখ @ওরফে জার্মান বাদল @ওরফে জাবান বাদল বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা, স্বর্ণালংকার, ঘড়ি, মোবাইল ফোন, মাদকদ্রব্য, শিশা ও যৌন-উত্তেজক টেবলেটসহ আটক।
২৩ অক্টোবর উত্তরার ৫ নং সেক্টরের ৪ নং রোডের ১৯ নং বাসায় অভিযান চালিয়ে তার সহযোগীসহ তাকে আটক করা হয়।
অভিযান সম্পর্কে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান ইনকিলাবকে বলেন, গোয়েন্দা সূত্রের ভিত্তিতে, উত্তরা ৫ নম্বর সেক্টরে শেখ বাদলের বাড়িতে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের সেনাসদস্য ও পুলিশ সদস্য মিলে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।তিনি আরো জানান,গত ২১/১০/২০২৪ ইং তারিখ আনুঃ দুপুর ৩.২০ মিনিটের সময় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নাজমুল হাসান তার সঙ্গীয় ফোর্স এস আই মনজুরুল ইসলাম এবং দিয়াবাড়ীর সেনাবাহিনী ক্যাম্পের সেনা সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেক্টর কল্যাণ সমিতির সিকিউরিটি গার্ডকে সাথে নিয়ে শেখ বাদলের বাসায় প্রবেশ করে। সেখান থেকে মোঃ সুমন মিয়া (৪২)পিতা সিরাজ হাওলাদার, বানারীপাড়া জেলা:বরিশাল ও মোঃ খলিল বিশ্বাস (৪৪) পিতা মৃত আব্দুর রাজ্জাক, থানা:রাজাপুর জেলা : ঝালকাঠি তাদের দুই জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের তথ্যানুযায়ী ঐ বাসার ২য় তলার ঘরের ডাইনিং রুমের সুকেচের নীচের ড্রয়ার থেকে ৪ বোতল বিদেশি মদ,৮ পিচ যৌন উত্তেজক ট্যাবলেট ও ১০ পেকেট শিশা উদ্ধার করা হয়। এ সময় শেখ বাদল আহম্মেদ @জার্মান বাদলের শয়ন কক্ষের ভিতরের লকার থেকে দেশি-বিদেশি মুদ্রা যাহার মূল্য বাংলাদেশী টাকায় ৩২,০০০০০/-(বত্রিশ লক্ষ) টাকা উদ্ধার করেন তারা।
এছাড়াও ২২ ক্যারেটের ২ টি স্বর্নের কানের দুল,২ টি স্বর্নের আংটি,১ টি লকেট,১টি নাকের নথ, ২১ক্যারাটে ১টি স্বর্নের চেইন, ১টি স্বর্নের ব্রেচলেইট, ৫ টি স্বর্নের আংটি, ১৮ ক্যারটের ১টি রোলেক্স স্বর্ণের হাত ঘরি, ৭টি স্বর্ণের আংটি, ৩ জোরা কানের দুল,১৪ ক্যারেটের ১ টি স্বর্নের চেইন, ১ টি ব্রেচলেইট,৭টি আংটি,২টি কানের দুল যাহার সর্বমোট বাজার মূল্য ৬২৯৬৮২১/-(বাষট্রি লক্ষ ছিয়ানব্বই হাজার আটশত একুশ)টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি ৩১টি হাতঘরি ও ২ টি আই ফোন জব্দ করা হয়।
উল্লেখ্য যে, শেখ বাদলের রয়েছে দেশ বিদেশে কয়েকটি অবৈধ মদের বার। সে দীর্ঘ কয়েক বছর যাবত অবৈধ মদের ব্যবসাও পতিতাবৃত্তির সাথে জড়িত রয়েছে বলেও জানা যায়। বাদলের বাড়িতে তল্লাশির পর তার দুইজন ম্যানেজারসহ অবৈধ মাদকসহ বিভিন্ন দ্রব্যসামগ্রী জব্দ করা হয়।
সুত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী বাদল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার আন্দোলন প্রতিহত করতে নিরীহ ছত্র-জনতার উপর গুলি বর্ষণকারী ও হামলাকারী আওয়ামী লীগ, যুব লীগের লোকজনকে খাবার দাবার ও নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেন। এছাড়াও আন্দোলন প্রতিহত করতে ব্যাবহৃত অবৈধ অস্ত্র রয়েছে তার কাছে। সে গাজীপুর জেলার টঙ্গী এলাকার থ্রি স্টার হোটেলের মালিক।পুলিশ জানায় পলাতক আসামি বাদলকে খুজতে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বাদলের বাসা থেকে গ্রেফতারকৃতদের নামে ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে ২টি মামলা করা হয়েছে। ৩৬(১)সারনির২৪(ক)/৩৪(ক)/৪১ এ মামলা নং -৩৮,তারিখ-২২/১০/২০২৪ইং ধারা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি রুজু হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।