উত্তরায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রাজধানীর উত্তরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাদ আছর উত্তরা সাঈদ গ্র্যান্ড সেন্টার ব্যবসায়ী সমিতির উদ্যোগে মার্কেটটির দশম তলায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এক অবিসংবাদিত প্রতীক। দেশের মানুষের অধিকার আদায়ে তিনি আপসহীন ছিলেন বলেই বারবার জনগণের ভালোবাসায় নির্বাচনে বিজয়ী হয়েছেন।’

তিনি আরও বলেন, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ও ত্যাগ বিএনপির প্রতিটি নেতাকর্মীর জন্য প্রেরণার উৎস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাঈদ গ্র্যান্ড সেন্টার ব্যবসায়ী সমিতি, উত্তরা’র সাধারণ সম্পাদক মো. কুতুব উদ্দিন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য নাম।

দোয়া মাহফিলে সাঈদ গ্র্যান্ড সেন্টার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা অনুষ্ঠানে অংশ নেন।